দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ১ মার্চ রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগরীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগর বিএনপির কার্যালয়ে বোয়ালিয়া থানা অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির বোয়ালিয়া থানা সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। সভাটি সঞ্চালনা করেন, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শাফিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। যেকোন মূল্যে এই সমাবেশ সফল করতে হবে। সমাবেশ সফল করতে নেতাকর্মীদের আরো সক্রিয় ভূমিকা পালন করার জন্য আহবান জানান তিনি।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ওয়ালিউল হক, শাহমখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, নগর মহিলাদলের যুগ্ম আহবায়িকা এ্যাড. রওশন আরা পপি, সাবেক কাউন্সিলর নুরুন্নাহার, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলি জ্যাকি, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি রুবেল, ১০ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক লিটন, ১১ নং ওয়ার্ড সেক্রেটারি সেকেন্দার, ১৩ নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, ২০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাদশা, ২১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কালু, ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মির্জা রিপন, ২৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, ২৪ নং ওয়ার্ডের প্রতিনিধি কৃষকদলের যুগ্ম আহবায়ক রোজ, ২৫ নং ওয়ার্ড এর সভাপতি ট্যানি ও ২৭ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক সেলিমসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।