নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহীর উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলার পতœীতলা উপজেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে ৬টি প্রতিষ্ঠানের মধ্যে অপরাধের প্রমাণ পাওয়ায় নি¤েœাক্ত প্রতিষ্ঠানগুলির ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, আপন বস্ত্রালয় এন্ড গার্মেন্টস, নজীপুর, রহমান বস্ত্রালয় এন্ড গার্মেন্টস, মোল্লা সুপার মার্কেট, ক্লথ স্টোর, বাসস্ট্যান্ড ও সরকার বস্ত্রালয়, বাসস্ট্যান্ড, নজীপুর। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আর/এস