নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২০টি প্রতিষ্ঠানে স্কোয়াড/ সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স পাবনা
বেকারী, সিংড়া, নাটোর, জাহানারা বস্ত্র বিতান, চান্দাইকোনা, সিরাজগঞ্জ, জবা দইঘর, চান্দাইকোনা, সিরাজগঞ্জ, সঞ্জিতা দইঘর, চান্দাইকোনা, সিরাজগঞ্জ, সুলতানিয়া দাউদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, সিংড়া, নাটোর ও বগুড়া দই এন্ড মিষ্টান্ন ভান্ডার, সিংড়া, নাটোর।
আর/এস