নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী ও উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ এর উদ্যোগে গত ৪ জুলাই একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মেসার্স আরপিএল, কাউরাইল, তাড়াশ, সিরাজগঞ্জ এর ধনিয়া, হলুদের গুড়া, সরিষা, সোয়াবিন তেল ও ম্যাংগো জুস অবৈধভাবে বাজারজাত করায় এবং সিএম লাইসেন্স না থাকায উক্ত প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৮ ও ৯ জুলাই’১৯ রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার পৃথক দুইটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনকালে সর্বমোট ১০টি প্রতিষ্ঠান
পরিদর্শন করা হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, পুঠিয়ার মডার্ন কসমেটিকস্ েসার্লি ব্রান্ডের অবৈধ স্কিন ক্রীমের ১২ বস্তা কোটা ও ০১ কাটুন সেভিং ক্রীমের খালি মোড়ক থাকায় কারখানা সিলগালা করা হয়। জয়পুরহাটের ফজল দুই ঘর, নিারঞ্জন দধি ও মিষ্টান্ন ভান্ডার, রাবেয়া জুয়েলার্স আক্কেলপুর, রনি বেকারি এন্ড মোবাইলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আর/এস