নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই ও উপজেলা প্রশাসন, আতাইকুলা, পাবনার অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার আতাইকুলা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এরমধ্যে ওজনে
কম দেয়ায় ‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় মেসার্স নাঈম আইসক্রিম, গঙ্গারামপুর, আতাইকুলা, পাবনা (পণ্য আইসক্রিম) ৪০ হাজার টাকা, খালেদ ফুড প্রোডাক্টস,গঙ্গারামপুর, আতাইকুলা, পাবনা ৪০ হাজার টাকা এবং তৃপ্তি ফড, গঙ্গারামপুর, আতাইকুলা, পাবনা (পণ্যঃ আইসললী)-কে আরো ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ২ লক্ষ টাকার মালামাল ধ্বাংস করা হয়।
আর/এস