নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৩শ ২০ মিটার দৈর্ঘ্য বাউন্ডারী ওয়াল নির্মাণে ব্যয় হবে প্রায় ৫২ লাখ টাকা। উদ্বাধনকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (পরিকল্পনা ও মূল্যায়ণ) পরিচালক শেখ হাবিবুর রহমান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী
আশরাফুল হক, মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সমর কুমার পাল, নির্বাহী প্রকৌশলী গোলাম মূর্শেদ, রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীসহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রকল্পটির সড়ক প্রশস্ত হওয়ায় রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের জায়গার মধ্যে সড়কের কিছু অংশ পড়েছে।
সড়ক সড়কের জন্য জায়গা ছেড়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেয়র খায়রুজ্জামান লিটন অনুরোধে তারা জায়গা ছেড়ে দেন। এজন্য ফল গবেষণা কেন্দ্রের বতর্মান বাউন্ডারি ওয়াল ভাঙা হচ্ছে এবং রাস্তার জন্য জায়গা ছেড়ে নতুন বাউন্ডারি ওয়াল তৈরি করে দিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন।
আর/এস