নিজস্ব প্রতিবেদক: অনিয়মের অভিযোগ তুলে রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজর জিরোপয়েন্ট এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ১৫ মার্চ দুপুরে রাজশাহী নগরীর পঞ্চবটির আহম্মদপুর এলাকার বিদ্যালয়টিকে ঘিরে বিক্ষোভ করে এলাকাবাসী।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের এক তারিখে বিভিন্ন পদে ১৩জন নেওয়া হবে এমন নিয়োগ প্রকাশ করা হয়েছি। এর প্রেক্ষিতে গত শনিবার বিদ্যালয়টিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করে নিয়োগ কমিটি। এতে ১২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ফলাফল দেখার পর প্রতিবন্ধী ও অন্যান্য প্রার্থী এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তবে তবে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগে কোনো অনিয়ম হয়নি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য।
এমকে