নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শালবাগান এলাকা থেকে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী রঞ্জু লাল সরকারকে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শালবাগান পাওয়ার হাউজ মোড়ে চারজন অজ্ঞাত ব্যক্তি একটি সাদা রঙের মাইক্রবাসে করে তাকে তুলে নিয়ে গেছে। তিনি নগরীর শালবাগান এলাকায় ভাড়া থাকেন। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আজমল কবীর জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জু লাল তার সহকর্মী (কম্পিউটার অপারেটর) মজিবর রহমানের সঙ্গে
পায়ে হেঁটে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থামে। চারজন নেমে তাদের প্রশ্ন করে, এলাকার নাম কি। তারপরই রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে ঠেলে দেয় তারা। এর পরই পরই তারা দরজা বন্ধ করে মাইক্রোবাসটি নিয়ে চলে যায়। মজিবুর বিষয়টি জানালে অপহরণের বিষয়টি চন্দ্রিমা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করে। এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির বলেন, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে অপহৃত রঞ্জুর স্ত্রী ইতি রানি দাম থানায় একটি লিখিত অভিযোগ করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস