নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নিউ ডিগ্রী কলেজে ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে তন্ময় নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটক শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল এলাকার বাসিন্দা ও নিউ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। ছাত্রদলের মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হলে ছাত্রদলের কর্মীরা পালিয়ে যায়। এরমধ্যে কয়েকজন কলেজের কমন রুমে গিয়ে লুকিয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তন্ময় নামের ওই শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মিছিলকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আটক তন্ময় দাবি করে, সে ছাত্রদল করেনা। তাকে ছাত্রলীগের ছেলেরা ছাত্রদল মনে করে মারধর করেছে।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনার সময় সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। আটকের পর তাকে থানায় পাঠানো হয়েছে।
খবর ২৪ ঘন্টা /এম কে