নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরো ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রামেক হাসপাতালের ল্যাবে তাদের নুমায় করোনা ধরা পড়ে। এনিয়ে রাজশাহী জেলায় করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাড়ালো ৭৫ জন।
আক্রান্তদের মধ্যে মুকলেসুর রহমান (৪৫) পাবনার ইসলামী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি নগরীর বনলতা আবাসিক এলাকায়। ৫৮ বছর বয়স্ক হাফিজুল হকের বাড়ি নগরীর রানিনগর হাদিরমোড় এলাকায়। তিনি ঢাকার একটি ক্লিনিকে কাজ করতেন।
আর রাজমিন্ত্রীর কাজ করা ২৩ বছর বয়স্ক শাহিন আলমের বাড়ি তানোর উপজেলা কোয়েলহাট এলাকায়। তিনি গত ১৭ মে টেকনাফ থেকে রাজশাহীতে ফেরেন। টেকনাফ থেকে তার সাথে রাজশাহীতে ফেরা অপর এক সহকর্মী করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন শাহিন।খবর২৪ঘন্টা/ এবি