নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় নতুন করে ৫ জন ও বিভাগে আরো ৭২ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন বিভাগের আট জেলায় ৩৩ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৪ জন। রাজশাহী জেলায় গতদিনের তুলনায় কম করোনা শনাক্ত হয়েছে। জেলায় মারা গেছে ৫১ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪০৬৬ জন, বাঘা উপজেলায় ১৭৫ জন, চারঘাট উপজেলায় ১৭৫ জন, পুঠিয়া উপজেলায় ১৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩১৫ জন ও গোদাগাড়ীতে ১৪৩ জন। জেলার ৯টি উপজেলায় ১৪১৮ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৪৯১ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৬৯০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৪৮৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৬ জন, নওগাঁ ১৪০৩ জন, নাটোর ১১২৩ জন, জয়পুরহাট ১২০৩ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৭৬৫ জন, সিরাজগঞ্জ ২৩৬৮ জন ও পাবনা জেলায় ১৩৩৯ জন। মৃত্যু হওয়া ৩৩৯ জনের মধ্যে রাজশাহী ৫১ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০৭ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ৪৪০ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।