নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ ওয়াসী কেটু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর কোর্ট হড়গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। গত কয়েকদিন আগে ব্রেনস্টোক করে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব হড়গ্রাম ঈদগাহ মাঠে তার জানাজার নামায অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীসহ আ’লীগের নের্তৃবৃন্দ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
খবর২৪ঘণ্টা/এমকে