1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে মোটর শ্রমিক ইউনিয়নের সার্বিক দায়িত্ব দেয়া হয়েছে। মাননীয় মেয়র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আজ শনিবার দুপুরে নগরভবনের সিটি হলরুমে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক

ফেডারেশনের সভাপতি শাজাহান খান-এমপি এ ঘোষণা দেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নতুন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এটির সার্বিক দেখভাল করছেন মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন ভাই। তিনি নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন। শাহাজাহান খান আরো বলেন, এখন আর সড়কে কোন চাঁদাবাজি হবে না। ইতোমধ্যে সেই নির্দেশনা দেয়া হয়েছে। চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদান এবং কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ দক্ষ চালক তৈরি এবং এক হাজার পরিদর্শক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র

খায়রুজ্জামান লিটন বলেন, সারাদেশে চোখ ধাঁধানো উন্নয়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চমৎকার প্রশস্ত রাস্তাঘাট হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক

পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক কামাল হোসেন রবি, সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী প্রমুখ। সভায় রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী ট্রাক-কার্ভাটভ্যান শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক মালিক-শ্রমিক কল্যান সমবায় সমিতিসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST