বাগমারা প্রতিনিধি :
রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং ভবানিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তার নিজ বাড়ি ভবানিগঞ্জ পৌরসভার চানপাড়া মহল্লা থেকে আটক করে বাগমারা থানা পুলিশ। তিনি ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। তাকে নাশকতার পরিকল্পনা মামলায় আটক করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহম্মেদ বলেন, নাশকতা পরিকল্পনার অভিযোগে ভবানিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়রকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘন্টা/আর