রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩রা নভেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ইফতেখায়ের আলম।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানায় ৫ জন,বাগমারা থানায় ৩ জন ও বাঘা থানায় ২ জনকে আটক করা হয়েছে ।
এরমধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। বাঘা থানার পুলিশ লালন(২৩) কে ১০পিচ ইয়াবাসহ আটক করেন।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএ/