দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অন্য অভিযানে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফুর ও ঝালুকা ইউপি যুবলীগের সভাপতি ইমরান আলীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ও দুর্গাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার (৫০) দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর (৬২) ও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী (৪০)।
পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনের সময় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি ও দুর্গাপুর থানা পুলিশ। আরও জানাগেছে গত ৪ আগষ্ট উপজেলার মেডিক্যাল মোড়ে সমাবেশ থেকে নাশকতা ও হামলার পরিকল্পনা করা হয় ।
এঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলঘরিয়া বাজার থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেফতার করে রাজশাহী জেলা ডিবি পুলিশ ও বিকেলে উপজেলার পাঁচুবাড়ি বাজার হতে আব্দুল গফুরকে ও রাতে আমগাছী বাজার হতে ইমরান আলীকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের হাতে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।
বিএ..