নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজে দু’দিনব্যাপী পুষ্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
আরো উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জুবায়দা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান
নুরুন্নেসা খাতুন, সহযোগী অধ্যাপক আল মামুন চৌধুরী ও নাসিমা খাতুন প্রমূখ।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে। মেলায় ৯টি স্টল বসেছে। এতে প্রায় ১৫০ ধরণের ফুল রয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে