ওমর ফারুক :
দেশের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ বাংলা বিভাগের উদ্যোগে মাস্টার্স শেষ বর্ষের টার্ম পেপার উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে এ টার্ম পেপার উপস্থাপন অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের ১০টি গ্রুপে ভাগ করে পূর্ব নির্ধারিত বিষয়ে টার্ম পেপার উপস্থাপন করে নেওয়া হয়। প্রত্যেক গ্রুপে একজন করে শিক্ষক এর তত্বাবধায়ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা খাতুন, সহযোগী অধ্যাপক ড. মো: ইব্রাহিম আলী, সহযোগী অধ্যাপক মোসা. তাসলিমা খাতুন, সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক মঈন উদ্দীন আহমেদ, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম,
সহকারী মোছা. শাকিলা শবনম, প্রভাষক নুরজাহান বেগম, প্রভাষক মুহ. ইমরান হোসাইন ও প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান। এতে বাংলা বিভাগের এমএ শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টার্ম পেপার উপস্থাপন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা/এমকে