নিজস্ব প্রদিবেদক :
চাঁদা না দেওয়ায় ছাত্রমৈত্রী কর্তৃক রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাংচুরের ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী কলেজের প্রধান সহকারী আবু জাফর আলী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮ জনকে আসামী করা হয়েছে।
রাজশাহী কলেজে ভাংচুরের ঘটনায় থানায় মামলা হওয়ার কথা নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানের কার্যালয় ভাংচুরের ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার তার রুম ভাংচুর করা হয়। ভাংচুরের পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।