নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নয়া চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনওয়ার হোসেন। গত সোমবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. বজলুর রহমানের মেয়াদ গত ৩০ আগস্ট শেষ হয়। তিনি চুক্তিভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। অপর এক আদেশে পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান
কবিরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসনকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ রেজাউল ইসলামকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত মোসাম্মাৎ নাসিমা বেগমকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হয়েছে।
আর/এস