ওমর ফারুক, রাজশাহী :
রাজশাহী অঞ্চলে বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে শীত। শীতের আগমনী বার্তায় প্রকৃতিতে পরিবর্তন আসতে শুরু করেছে। শীতের আগমনকে কেন্দ্র করে রাজশাহী অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। গত সপ্তাহের শুরুর দিক থেকে উষ্ণ আবহাওয়া শীতল আবহাওয়ায় পরিবর্তন হতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাতাস বইছে। ভোরের দিকে শীত অনুভূত হচ্ছে। এভাবে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। শীতের আগমনকে কেন্দ্র করে রাজশাহী অঞ্চলের বাসিন্দারা অগ্রিম প্রস্তুতি হিসেবে লেপ, গরম কাঁথা, কম্বলসহ বিভিন্ন কাপড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে প্রতি
বছরের মত এবার অগ্রহায়ণ মাসে তেমন একটা শীতের দেখা মিলছেনা। সরজমিনে রাজশাহী মহানগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট, মনিচত্বর, রেলগেট, বাস টার্মিনাল, লক্ষিপুর, বিনোদপুর বাজার, তালাইমারী, নওদাপাড়া বাজার, কাশিয়াডাঙ্গা, কোর্ট স্টেশন, রাজশাহী কোর্টসহ বিভিন্ন পাড়া-মহল্লাসহ শীতের পোশাক নিয়ে ভ্রাম্যমাণ দোকান নিয়ে ফুটপাতে বসতে দেখা দেছে। তারা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিভিন্ন গরম পোশাক নিয়ে হাজির হয়েছেন প্রতি বছরের মত। শুধু ফুটপাতগুলোতে নয় নগরীর বড় বড় মার্কেটগুলোতেও শীতের গরম পোশাক তুলতে দেখা গেছে দোকানীদের। দিনের বেলায় খুব একটা শীত অনুভূত না হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরপরই ঠান্ডা বাতাসের সাথে সাথে শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যা বেলায় নগরবাসীকে গরম পোশাক পরে বাইরে
বের হতে দেখা যাচ্ছে। রাত যত গভীর হচ্ছে তত বেশি শীত অনুভূত হচ্ছে। রাত বাড়ার পাশাপাশি শীতও বাড়ছে। সবমিলিয়ে বর্তমানে প্রকৃতিতে হাল্কা হাল্কা শীত দেখা দিয়েছে। যা শীতের আগাম আগমনকে জানান দিচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই কুয়াশা দেখা যায়। সেই সাথে শীতল বাতাসও বয়ে যায়। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৮২ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ।
আবহাওয়া অফিস আরো জানায়, প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ কমছে। আস্তে আস্তে শীতের প্রকোপ বাড়বে। তাপমাত্রার পরিমাণ কমতে শুরু করেছে। বর্তমানে শীত ঘনিয়ে আসছে। গত সপ্তাহের তুলনায় এখন একটু বেশি শীত অনুভূত হচ্ছে। তবে আবহাওয়ায় বড় ধরণের কোন পরিবর্তন আসেনি বলে আবহাওয়া অফিস আরো জানায়। বিকেলে কুয়াশা কেন পড়েছে এমন প্রশ্নের উত্তরে আবহাওয়া অফিস জানায়, শীত পড়তে শুরু করেছে। শীত ঘনিয়ে আসায় এ অবস্থার সৃষ্টি হয়।
আর/এস