নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ২০ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৩ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯২৩ জন, বাঘা উপজেলায় ১৭২ জন, চারঘাট উপজেলায় ১৬৬ জন, পুঠিয়া উপজেলায় ১৩৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২০ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৬ জন ও গোদাগাড়ীতে ১৩৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৮০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৫২ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫৮৯ জনের। শনাক্তের মধ্যে ২০ হাজার ১১৬ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৫৮৯ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩০৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০১ জন, নওগাঁ ১৩৬৪ জন, নাটোর ১০৮৫ জন, জয়পুরহাট ১১৫৯ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৩২০ জন, সিরাজগঞ্জ ২২৯৫ জন ও পাবনা জেলায় ১২৬২ জন। মৃত্যু হওয়া ৩২৩ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৫৫২ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।