নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮১ জন করোনা শনাক্ত হয়েছে। আর এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেল ২৭৬ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৮১২ জনে। আর এ পর্যন্ত ১২ হাজার ৯৯৬ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৭ হাজার ৮১২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৫৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭০২ জন, নওগাঁ ১১৪৩ জন, নাটোর ৮৫৫ জন, জয়পুরহাট ৯৩৫ জন,
বগুড়া জেলায় ৬ হাজার ৬৬৯ জন, সিরাজগঞ্জ ১৯৩৩ জন ও পাবনা জেলায় ১০০৬ জন।
বিভাগে মারা যাওয়া ২৫১ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪০, চাঁপাইনবাবগঞ্জ ১২ জন, নওগাঁ ১৭, নাটোর ৭ জন, জয়পুরহাট ৫ জন, বগুড়া জেলায় ১৫০ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ১২ হাজার ৯৯৬ জনের মধ্যে রাজশাহী ৩১৬১, চাঁপাইনবাবগঞ্জ ৫৪১ জন, নওগাঁ ১০১৭ জন, নাটোর ৫৬২ জন, জয়পুরহাট ২২৭ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৫৬২ জন, সিরাজগঞ্জ ১০৬৯ জন ও পাবনা জেলায় ৮৫৭ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও
বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৩৩১০ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৫৯৪ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৬
হাজার ৮৪৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।