বিনোদন,ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ চলছে আজ। টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন। যাদবপুর কেন্দ্রে থেকে লড়ছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নির্বাচনের শেষ পর্বে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট ১৫টি আসনে ভোট হচ্ছে। বসিরহাটের আসনটি ঘিরে এবারের নির্বাচনে থাকছে বাড়তি কৌতূহল। কারণ, সংখ্যালঘু মুসলিম ভোট। এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিজেপির সায়ান্ত বসু ও সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত।
অন্যদিকে যাদবপুর কেন্দ্রে বর্ষীয়ান রাজনীতিবিদ তথা কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা। ফলে বর্ষীয়ান রাজনীতিবিদের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে রাজনীতিতে নবাগতা অভিনেত্রী মিমিকে।
খবর২৪ঘণ্টা, জেএন