খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর শ্যামপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্যামপুর পুরানো আলীবহর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন আলী (২২), রেজাউল (২০) ও দগ্ধ হাফিজুল (২৩)।
জানা গেছে, শ্যামপুর পুরানো আলীবহর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের একতলায় নির্মাণ কাজ করছিলেন আলী, রেজাউল ও হাফিজুল। সকালে তারা কাঁধে করে রড উঠানোর সময় ওই ভবনের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা দুপুর সাড়ে ১২টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নির্মাণ শ্রমিকের মধ্যে আলী ও রেজাউলকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। হাফিজুরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ