খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর মালিবাগে বাস চাপায় রুনা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুনা পশ্চিম রামপুর ওয়াবদা রোডের আদি লেন এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
তার বড় ছেলে রাব্বী জানান, তাদের পরিচিত একজন মৃত্যুর সংবাদ শুনে তার মা-বাবাসহ মরদেহটি দেখতে রামপুর থেকে মালিবাও যাচ্ছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালতক।
খবর২৪ঘণ্টা.কম/রখ