গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে হোন্ডা কোম্পানীর হরনেট ব্র্যান্ডের একটি মোটরসাইকেল কিনে একটি ফ্রি মোটর সাইকেল পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুরের শফিকুল ইসলামের ছেলে নুরজ্জামান সুমন। সম্প্রতি ঢাকায় কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ র্যাফেল ড্রতে তিনি এ মোটরসাইকেল বিজয়ী হয়। মোটরসাইকেল বিজয়ী নুরুজ্জামান সুমন জানান, গত ৯ সেপ্টেম্বর তিনি শিশির হোন্ডার রহনপুর শো রুম থেকে একটি হরনেট ব্র্যান্ডের (১৫০সিসি) একটি মোটরসাইকেল ক্রয় করেন। পরে তার অফারের কুপনটি শোরুমে জমা দিলে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত র্যাফেল ড্রতে তিনি মোটর সাইকেল বিজয়ী হয়। এদিকে বৃহস্পতিবার
বিকেলে শিশির হোন্ডার রহনপুর শো রুমে আয়োজিত এক অনুষ্ঠানে র্যাফেল ড্রতে প্রাপ্ত মোটর সাইকেলের চাবি তার হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, হোন্ডা কোম্পানীর জেলা পরিবেশ সারওয়ার মোর্শেদ শিশির,কোম্পানীর এরিয়া ম্যানেজার মুরাদ হোসেন প্রমূখ।
আর/এস