1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রহনপুরে আল-হেরা ক্লিনিকে আবারও রোগীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

রহনপুরে আল-হেরা ক্লিনিকে আবারও রোগীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মুক্তাসা হল রোডে অবস্থিত আল-হেরা ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করা এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত প্রসূতির স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার সকালে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা গ্রামের মোয়াজ্জেম হোসেনের স্ত্রী আকতারা খাতুন (৩০) প্রসব বেদনা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হয়। দুপুরে তার সিজারিয়ান অপারেশন করেন ওই ক্লিনিকের সার্বক্ষণিক চিকিৎসক শাহাদাত হোসেন। পরে ওই প্রসূতি একটি কন্যা সন্তান জন্ম দেন।

এদিকে প্রসূতির অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ক্লিনিক কর্তৃপক্ষ রাতে রোগীর আতœীয় স্বজন সংঙ্গে এ ঘটনা ৪ লক্ষ টাকার বিনিময়ে আপস-রফা করে বলে জানা গেছে। এ ব্যাপারে ক্লিনিক পরিচালক শওকাত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীর বিপি অস্বাভাবিকভাবে উঠা নামা করে তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। সিজারিয়ান অপারেশন করা চিকিৎসক শাহাদত হোসেন জানান, রোগীর এ্যানেথিসিয়া করার পর সে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। উল্লেখ্য যে, এর আগেও ওই ক্লিনিকে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন তদন্ত না করায় ক্লিনিক কর্তৃপক্ষ রোগীদের সাথে অর্থের বিনিময়ে আপস-রফা করে নেয়।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team