খবর ২৪ ঘণ্টা ডেস্ক:আসন্ন রমযানে পণ্যের দাম বাড়ানোর কোনো অজুহাত সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে মন্ত্রী চাতাল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে টিপু মুনশী বলেন, ‘রমযানে এবার পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর মনিটরিং করা হবে। কোনো অজুহাতেই কাউকে জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ দেয়া হবে না। কঠোর হাতে দমন করা হবে।’
এ সময় তিনি পণ্য পরিবহনে সারা দেশে সড়কে যে চাঁদাবাজি হয়, তা বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান।
খবর২৪ঘণ্টা, জেএন