খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঘুষ, মাদকসহ অবৈধ ব্যবসার অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে এবার বিকাশ, রকেট, এসএ পরিবহন, সুন্দরবন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসকে তলব করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আজ বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ঘুষ, মাদকসহ অবৈধ ব্যবসার অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে বিকাশ, রকেট, এসএ পরিবহন, সুন্দরবন ও কন্টিনেন্টাল কুরিয়ারের কাছে তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ