নিজস্ব প্রতিবেদক :
২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় যেসব পরীক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে অথবা অকৃতকার্য হয়েছে তারা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আজ শুক্রবার ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে আবেদন করা যাবে। শুধুমাত্র টেলিটক থেকেই আবেদন করা যাবে। অন্য কোন অপারেটর থেকে আবেদন করা যাবে না। যেভাবে আবেদন করতে হবে।
মোবাইল ম্যাসেজ অপসনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে RAJ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে Subject code লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি এসএমএসে একটি পিন নম্বর প্রদান করা হবে। তারপর ম্যাসেজ অপসনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস দিয়ে যোগাযোগ
মোবাইল নম্বর লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। যেমন, বাংলার জন্য ১০১ ও ১০২ । একই এসএমএসের মাধ্যমে একাধিক পত্রে আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড কমা দিয়ে লিখতে হবে।
খবর২৪ঘণ্টা/এমকে