1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যে দুই বাঁহাতি পেসারকে অনুসরণ করেন শাহীন আফ্রিদি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

যে দুই বাঁহাতি পেসারকে অনুসরণ করেন শাহীন আফ্রিদি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: খেলোয়াড়দের সবারই তো একজন আইডল থাকে। মনে মনে তার মতো হওয়ার বাসনা থাকে। পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদির এমন আইডল একজন নন, দুজন।

২০ বছর বয়সী এই পেসার পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সঙ্গে এক টুইটার সেশনে জানালেন এমন তথ্য। শাহীন শাহর পছন্দের দুই পেসার- স্বদেশি কিংবদন্তি ওয়াসিম আকরাম আর অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

সাবেক ও বর্তমান সময়ের এই দুই বাঁহাতি পেসারের কাছ থেকেই শেখার চেষ্টা করেন জানিয়ে শাহীন শাহ বলেন, ‘ওয়াসিম আকরাম আর মিচেল স্টার্কের কাছ থেকে কয়েকটি ভালো জিনিস শেখার চেষ্টা করি আমি। নির্দিষ্ট করে বললে আমি স্টার্কের সুইংটা শিখতে চাই।’

বয়স কম। এরই মধ্যে পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট, ১৯টি ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন শাহীন শাহ। করোনার কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগে বেশ ভালো করলেও একটি আক্ষেপ রয়েই গেছে তার। সেটা হলো স্বদেশি ব্যাটসম্যান বাবর আজমকে আউট করতে না পারা।

শাহীন শাহ বলেন, ‘পিএসএলের আমি বেশ কয়েকজন বড় খেলোয়াড়কে আউট করেছি। কিন্তু বাবরকে পারিনি। তিনি আসলে আমাকে কোনো সুযোগই দেননি। তবে তার উইকেট নেয়ার ইচ্ছে আছে আমার।’

মাঝে কয়েকদিন চোট সমস্যায় ছিলেন। এই সময় সমর্থন দেয়া সতীর্থদের ধন্যবাদ জানিয়ে শাহীন শাহ বলেন, ‘ইনজুরির পরও আমি খেলতে পেরেছি তাদের জন্যই। তারা আমাকে অনেক সমর্থন দিয়েছেন। এছাড়া ক্রিস লিন, বেন ডাঙ্ক এবং সামিত প্যাটেলের মতো বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST