বিনোদন ডেস্ক :
সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা ভারত। এতে নায়িকা চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে যান প্রিয়াঙ্কা চোপড়া।এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য সালমানের বোন অর্পিতাকে হাজারবার ফোন করেছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, এতে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য পরিচালক আলী আব্বাস জাফরকেও অনুরোধ করেন বেওয়াচ অভিনেত্রী।বিষয়টির সত্যতা জানিয়ে সালমানের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এটা সত্যি। সালমান খান কখনো মিথ্যা কথা বলেন না। তিনি আরো যে কথা বলেননি তা হলো- ভারত সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য প্রিয়াঙ্কা দুবাইয়ে সালমানের সঙ্গে দেখাও করেছিল। এরপর যখন অভিনয়ের সুযোগ পেলেন তখন তিনি আবার সিনেমাটি থেকে সরে গেলেন।’
যদিও প্রিয়াঙ্কা কেন ভারত সিনেমাটি ছাড়লেন সে সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ এক সূত্র বলেন, ‘প্রিয়াঙ্কা যখন জানতে পারেন সিনেমাটিতে আরো দুজন নায়িকা টাবু ও দিশা পাটানিকে যুক্ত করা হয়েছে তিনি এটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এছাড়া তিনি জানতে পেরেছেন সালমান দেরি করে শুটিংয়ে আসেন এবং লাঞ্চের পর কাজ শুরু করেন। যখন অভিনেত্রীদের সঙ্গে তার দৃশ্য থাকে তিনি সেটে উপস্থিত হন না। বিশেষ করে হলিউডে পেশাদার পরিবেশে কাজ করার পর এই ধরনের অভ্যাস প্রিয়াঙ্কা মেনে নিতে পারছেন না।’
সূত্রটি আরো বলেন, ‘এটা সত্যি ভারত সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা সব রকম চেষ্টাই করেছেন। কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো প্রথম সারির তারকার সঙ্গে অভিনয়ের চেয়ে চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেওয়াটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নিক জোনাসকে বিয়ে করছেন প্রিয়াঙ্কা। তারা একসঙ্গে সিনেমা প্রযোজনা করবেন। তিনি নিজের ইচ্ছে মতোই সহ-অভিনেতা বাছাই করতে পারবেন।’জানা গেছে, ভারত নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে। দক্ষিণ কোরীয় এ সিনেমাটিতে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়। ভারত সিনেমাটি প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী। তিনি জানিয়েছেন, এতে ১৯৪৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে ভারতের বিভিন্ন ঘটনা দেখানো হবে। সূত্র: রাইজিং বিডি
খবর ২৪ ঘণ্টা/এমকে