1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যুবলীগে পদ পেয়ে বেপরোয়া নিক্সন চৌধুরী: কাদের মির্জা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

যুবলীগে পদ পেয়ে বেপরোয়া নিক্সন চৌধুরী: কাদের মির্জা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

নোয়াখালীর বসুরহাটের নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে উল্টো যুবলীগের প্রেসিডিয়ামে জায়গা পাওয়ায় বেপরোয়া আচরণ করছেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মির্জা কাদের বলেন, তিনি তো এখন এমপি, ছেলে বলা যায় না। আমাদের দুর্ভাগ্য এসব দেখতে হচ্ছে। বাচ্চা ছেলেরা যাদের কোনো যোগ্যতা নেই, নীতি-নৈতিকতা নেই, যারা মাদকাসক্ত তারা আজকে এমপি হচ্ছে। তিনি জনগণের সামনে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে জাফরউল্লাহ সাহেবের বিরুদ্ধে ভোট করে সন্ত্রাসী দিয়ে জয়যুক্ত হয়েছেন। আমি মনের কষ্ট থেকে কিছু কথা-বার্তা বলি, বলতে গিয়ে কিছু ভুল বলতেও পারি।

তিনি আরও বলেন, নিক্সন চৌধুরীর ক্ষমতা পাওয়ার উৎস হচ্ছে যুবলীগের মতো একটা সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পাওয়া। কীভাবে তাকে প্রেসিডিয়াম সদস্য করা হলো। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসি ল্যান্ডের মতো সম্মানজনক সরকারি কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই সাহস তিনি পান কোথা থেকে? কে দেন তাকে এই সাহস?। সবাই ছেড়ে দিলেও আল্লাহ তাকে ছাড়বে না।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team