নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ যুবমৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু। মহানগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনির সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল সমাবেশ পরিচালনা করেন।
সমাবেশে যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুম আখতারুজ্জামান অনিক, ক্রীড়া সম্পাদক ইকবাল বাহার বাবু, জেলার সাধারণ সম্পাদক মাইনুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে কেক কাটা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে