যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সহায়তা করতে ঋণ ও অনুদান হিসেবে ৭২৩ মিলিয়ন ডলারের জরুরি অর্থায়ন প্যাকেজ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
সোমবার (৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিশ্বব্যাংক জানায়, দেশটির সহায়তার জন্য জন্য আগামী মাসগুলোতে আরও ৩ বিলিয়ন ডলারের প্যাকেজ নিয়ে কাজ করা হচ্ছে।
এ ছাড়া ১৭ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশগুলোর জন্য অতিরিক্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
ইউক্রেনের জন্য আর্থিক প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য থেকে ১০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রয়েছে।
বিশ্বব্যাংক জানায়, এই তহবিল ইউক্রেন সরকারকে হাসপাতালের কর্মীদের মজুরি, বয়স্কদের জন্য পেনশন এবং নিম্নবিত্তদের জন্য সামাজিক কর্মসূচিসহ জরুরি পরিষেবা প্রদানে সহায়তা করবে।
যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্যাকেজের অর্থ জোগান দিচ্ছে বলে জানায় বিশ্বব্যাংক।
সূত্র : বিবিসি
বিএ/