খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর-চন্দ্রা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, উপজেলার বোডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও তাদের মেয়ে আরবী (৯ মাস)।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় গাজীপুর-চন্দ্রা মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/নই