খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬)। তাদের পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী জানান, রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দেয়। এতে এক নারীসহ দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা, জেএন