1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
রোববার (১৬ জুন) সকালে যশোর সদরের চুড়ামনকাটির আব্দুলপুর বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়।

নিহত মইজ্জদি (৬০) দোগাছিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের পারিবারের সদস্যরা জানান, মইজ্জদি সকালে বাইসাইকেলে করে আব্দুলপুর বাজারে তরকারি বিক্রি করার জন্য যান। সেখানে পৌঁছানোর পর রাস্তার উপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় মইজ্জদি আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে।

অপরদিকে বাঘারপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর আলী (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত গোলাম রহমান সরদারের ছেলে তিনি।

যশোর-নড়াইল সড়কের আয়াপুর ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের ভাগ্নে ইসরাইল মোল্যা জানান, পার্শ্ববর্তী রুস্তমপুর ফিড মিলে কাজ শেষে মোটরসাইকেলে তার মামা ওমর আলী বাড়ি ফিরছিলেন।

এ সময় আয়াপুর ফুলতলা মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওমর আলীর মৃত্যু হয়। বাসটি রাস্তার বামপাশে ছিটকে পড়ে। অন্যদিকে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসক সুবীর কুমার বিশ্বাস জানান, হাসপাতালের আনার আগেই ওমর আলীর মৃত্যু হয়েছে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST