নাটোর প্রতিনিধিঃ যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নাটোরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা, সিনিয়র সাংবাদিক রনেন রায়, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসাহাক আলী, এনটিভির স্টাফ করেসপনডেন্ট হালিম খান, বিভিন্ন উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, নাটোর জেলা পরিষদের সদস্য আলী আকবর চাঁদাবাজি, দোকান ও পুকুর দখল সহ নানা অনিয়মের সাথে জড়িত। তার বিষয়ে সম্প্রতি যমুনা টেভিভিশনে সংবাদ প্রচার করায় ক্ষিপ্ত হয় আলী আকবর। এরই জের ধরে আলী আকবর তার দুই সমর্থককে দিয়ে সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। অবিলম্বে সাংবাদিক নাজমুল হাসানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসুচি প্রদান করা হবে বলে হুসিয়ারি দেন বক্তারা। এছাড়া মামলার ইন্ধনদাতা জেলা পরিষদ সদস্য আলী আকবরের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ