1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম পলাশ (২২)। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাবার নাম মমতাজুল ইসলাম। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।

অন্যজনের নাম আব্দুল কুদ্দুস (৪০)। যিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। তার বাবার নাম মৃত তোতা হাজী। বাড়ি নওগাঁর রানীনগর থানার ওপর তালিমপুর গ্রামে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় আরেকটি মাহেন্দ্রা থ্রি-হুইলার গাড়িকে দ্রুত ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে। আর নসিমন এবং অটোরিকশা দুটি মোহনপুর থানায় রাখা হয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team