মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলার কোটালীপাড়া গ্রামের তানিয়া খাতুন (১৬) নামের এক মানসিক/বুদ্ধিপ্রতিবন্ধি নিখোঁজ হয়েছে। নিখোঁজ তানিয়া খাতুন ৬ নং জাহানাবাদ ইউনিয়নের কোটালীপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে। মানসিক/বুদ্ধি প্রতিবন্ধি তানিয়াকে কোথাও খুঁজে না পেয়ে চরম হতাশায় দিন কাটছেন তার পরিবারের লোকজন। এ ঘটনায় তারা পরিবার মোহনপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন যার নম্বর -৬৫ তারিখ-০২/০৬/১৮ইং।
সাধারণ ডায়রী উল্লেখ করেন গত ২২ মে বেলা আনুমানিক সাড়ে বারটায় দিকে তানিয়া বাড়ীতে কাউকে কিছু না বলে বাড়ী হতে বের হয়ে আর ফিরে আসেননি। তানিয়া নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল প্রিন্টের স্যালোয়ার কামিজ, গায়ের রং-ফর্সা উচ্চতা অনুমানিক ৫ফুট,মাথার চুল ছোট।
যদি কোন সহৃদয় ব্যক্তি তানিয়ার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সন্ধান প্রার্থী তার বড় ভাই ইমরান আলী, কোটালীপাড়া,মোহনপুর রাজশাহী।
০১৭০৬-৩৬৬৩১৪,০১৭৪৬-২৪৪৫৬২।
নিজস্ব প্রতিবেদক: এমকে