মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা পূর্বশত্রুতার জের ধওে ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপ্রতিপক্ষের লোকজন।
এ বিষয়ে উপজেলার কোটালীপাড়া গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ জনকে আসামী করে জেলা রাজশাহী আমলী ১ নং আদালতে মামলা আবেদন করেন শুনানীশেষে ওসি মোহনপুর থানাকে এজাহার মামলা হিসাবে গণ্য করার নির্দেশ দেন।
দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জাহনাবাদ ইউনিয়নের বাদী জাহাঙ্গীর আলম দিং সাথে জমিজমার সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে কোটালী পাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আমিন হোসেন, সেলিম রেজা ,ফতেপুর গ্রামের আব্দুস সামাদ এর ছেলে রকি, ইয়াকুব আলী ছেলে ইউসুফ আলী,মৃত নুর হোসেন ছেলে রফিক, এমাদুর রহমান, মৃত অনাত ছেলে আব্দুস সামাদ, ২৫ শে মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে হাতে হাসুয়া, লোহার রড .হাতুড়ী, বাঁশের লাঠি নিয়ে পূর্ব-পরিকল্পিত ভাবে কুঠিবাড়ী বাজারে দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকে ওই সময় বাদী তাদের গালমন্দ করতে নিষেধ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এমাদুল রহমানের হুকুমে এলোপাথাড়ীভাবে বাদীর ছোট চাচা হাসান আলী, ভগ্নিপতি একরামুল হক, হাশেম আলীকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জখম ও কুপিয়ে রক্তাক্ত করে সন্ত্রাসীরা দোকানের ক্যাশ বাক্্র হতে ৭৫ হাজার টাকা নিয়ে নেয় ওই সময় বাদীর চিৎকার দিলে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করান।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস এম আবুল কাশেম আজাদ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ