মোহনপুর প্রতিনিধিঃ সারাদেশের চলমান নিয়োগ বিধি কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতি জরুরী দাবী বাস্তবায়ন, মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরস এফপিআই ও এফডব্লিউদের স্বাস্থ্য বিভাগের সকল প্রকার কাজ হতে বিরত, এফডব্লিউদের টেকনিক্যাল পদ মর্যাদা এফপিআই ও এফডব্লিউদের পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারন, এফপিআইদের সিলেশন গ্রেড,পূর্বে প্রচলিত বিধান মোতাবেক এফডব্লিউদের পদে ইনসার্ভিস ট্রেনিং এর সুযোগ ও ডেপুটেশনের মাধ্যমে পদায়ন ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষে ৬ দফা দাবীতে রাজশাহী মোহনপুর উপজেলার পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির (বাপপমাকস) আয়োজনে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়।
সোমবার বেলা ১১ টায় রাজশাহী-নঁওগা মহাসড়কের রাস্তার পার্শ্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ নেয় মোহনপুর উপজেলা শাখার পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক লিটন সরকার, সহ-সভাপতি হাবিবা খাতুন, কোষ্যধাক্ষ্য শামীম রেজাসহ উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিমের হাতে স্বারক লিপি তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/রখ