মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলার ধোপাঘাটা বান্দা পুকুর নামক স্থানে ট্রাক চাপায় কারিতাস এনজিও কর্মকর্তা নিহত হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,শনিবার সকাল ৭ টায় দিকে কারিতাস এনজিও দূর্গাপুর শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন তিনি শনিবার সকালে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটর সাইকেল যোগে নিজ বাড়ী চাঁপাই নবাবগঞ্জ হতে কারিতাস দূর্গাপুর শাখার উদ্যেশে রওনা দেন পথিমধ্যে মোহনপুর ধোপাঘাটা বাজার নিকট বান্দাপুকুর নামক স্থানে মোড়ে পৌঁছা মাত্র ত্রি-মোহনী মোড় হতে ধোপাঘাটা গামী রংপুর ট- ০২-০০৪৬ ট্রাকটি এনজিও কর্মকর্তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত কর্মকর্তা চাঁপাই নবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ঘাতক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আকটকৃত ড্রাইভার হলেন রাজশাহী রাজপাড়া থানার লক্ষীপুর চন্ডিপুর মহল্লার নওশেদ আলী ছেলে আক্তার আলী আতা।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনুমতি পেলে নিহত শরিফুল ইসলাম লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে ।এই রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃত ড্রাইভার আক্তার আলী আতাকে থানা হাজতে দেখা গেছে।
খবর ২৪ঘণ্টা/ নই