নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে তরল ওষুধ ভেবে বিষ খেয়ে নবীজান (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা মোহনপুর উপজেলার হলদি গ্রামের নেসার সর্দারের স্ত্রী। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মৃত নবীজানের পারিবারিক সূত্রে জানা গেছে, নবীজান দীর্ঘদিন ধরে শ্বাষকষ্টজনিত রোগে ভুগছিলেন। প্রতিদিন তাকে ওষুধ খাইয়ে দিত তার নাতনি কলেজ পড়ুয়া আসমা খাতুন। মঙ্গলবার সকাল ১০টার দিকে নাতনি আসমার অনুপস্থিতে বৃদ্ধা নবীজান নিজেই ওষুধ ভেবে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময়
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই বৃদ্ধা নারীর দুই ছেলে দুই মেয়ে রয়েছে।এ বিষয়ে মর্গের দায়িত্বরত কর্মকর্তা বলেন, ওষুধ ভেবে বিষ খেয়ে বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছিল। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে