মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা এসি আই সীড টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলু মাঠ দিবসে বীজ ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার বেলা ৪ টায় উপজেলার ধূরইল পন্ডিতপাড়া মাঠে এসিআই সীড লিমিটেড আয়োজনে বীজ আলু মাঠ দিবসে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আক্কাস আলী। প্রধান অতিথি ছিলেন এসি আই সীড প্রধান সুধীর চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন,অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, এসিআই সীড লিঃ রিজওয়ানুল ম্যানেজার ওবাইদুল হক,প্রোডাক্ট ম্যানেজার ফিল্ড গ্রুপ আশরাফ হাসান, এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান,মার্কেটিং অফিসার এবি,এম তোহিদ আজাদ, মেসার্স এ্যানি ট্রেডার্স স্বত্তাধকারী এনামুল হক, আকতার হোসেন, তুহিন সফিকুল ইসলাম, আফজাল হোসেনসহ বীজ ব্যবসায়ী ,কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোটফলিও ম্যানেজার গোলাম মোস্তফা।
খবর২৪ঘণ্টা.কম/নজ