মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলার সিন্দুরী গ্রামে মাদক বিরোধী অভিযান কালে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে মোহনপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, মোহপুর থানার এস আই জান্নাতুল ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে বাকশিমইল ইউনিয়ন সিন্দুরী গ্রামের জনৈক ব্যক্তির পান বরজ নিকট হতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি করা অবস্থায় ইসাহাক আলী মোল্লা ছেলে আব্দুল হান্নান (৩৫)কে ২৩ পিচ ইয়াবাসহ আটক করে।
রবিবার মাদক দ্রব্যে আইনে হান্নানকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হোসেন জানান, আসামীকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।