নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নে নিজ বাড়িতে থাকা আরো একজন বৃদ্ধ করোনা পজিটিভ হয়েছেন। গতকাল শনিবার তার নমুনা সংগ্রহ করে রামেকের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ রোববার তার রিপোর্টে করেনা পজিটিভ হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, আক্রান্ত ব্যক্তির কাশি ছিল। নমুনা পরীক্ষা তার পজিটিভ হয়েছে।
তিনি বাইরে ছিলেননা নিজ বাড়িতেই ছিলেন। বিদেশ ফেরত কারো সংস্পর্শে আসেননি। তাকে বাড়িতেই চিকিৎসা দেয়া হবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।