মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির শাখার আয়োজনে বার্ষিক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ টায় ধূরইল উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাশিস মোহনপুর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক হাফিজুর রহমান। সাধারন সম্পাদক প্রধান শিক্ষক এম.এ. কাইউম ও প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখের পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুদতাদির আহম্মদ । বিশেষ অতিথি ছিলেন জেলা বাশিস এর সভাপতি মজিবুর রহমান, জেলা বাশিস পরীক্ষা বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাষ্টার, অধ্যক্ষ খালে সাইফুল্লাহ রবিউল,জেলা বাশিস এর সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রধান শিক্ষক মজিবুর রহমান, প্রধান শিক্ষক সোহবার আলী খান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইমাজ উদ্দিন প্রমুখ।বার্ষিক শিক্ষক সমাবেশে বাশিস নেতৃবৃন্দের কাছে শিক্ষকদের বিভিন্ন দাবীসহ শিক্ষাকে জাতীয়করণ দাবী তুলে ধরেন। পরে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও বৃত্তির চেক বিতরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ